Opu Hasnat

আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০১৯,

পাইকগাছায় ইজিবাইকের চাপায় আবারো শিশুর মৃত্যু খুলনা

পাইকগাছায় ইজিবাইকের চাপায় আবারো শিশুর মৃত্যু

পাইকগাছায় আগড়ঘাটা বাজারে পিতার সাথে সিংয়াড়া কিনতে যেয়ে ইজিবাইকের চাপায় প্রাণ গেলো ৪ বছরের শিশু রেহসানের। মঙ্গলবার সকালে পিতা সিদ্দিক মোল্লার দর্জির দোকানে আসে ছেলে রেহসান।  এ সময় সে সিংয়াড়া খেতে চাইলে পিতা ছেলেকে নিয়ে রাস্তা পার হয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক রেহসানকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ঘাতক ইজিবাইক চালক উপজেলার লতা গ্রামের প্রণব দ্রুত পালিয়ে যায়। এ রিপোর্ট লেখাপর্যন্ত নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছিল।