Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত, ২৪ ঘন্টায় নতুন ভর্তি ৩৪ স্বাস্থ্যসেবাফরিদপুর

ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত, ২৪ ঘন্টায় নতুন ভর্তি ৩৪

ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, গত ২৪ ঘন্টায় ৩৪ জন নতুন রোগি ভর্তি হয়েছে হাসপাতাল গুলোতে। গতকাল ভর্তি হয়েছিলো ৩৯ জন রোগি। বর্তমানে জেলার হাসপাতাল গুলোতে ২৫৪ জন ডেঙ্গু রোগি ভর্তি রয়েছে। তবে জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন  ১৩৯৯ জন ডেঙ্গু রোগি।  যেটাকে বড় সফলতা মনে করছেন চিকিৎসকরা।  

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ১৯৭৫ জন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৩৪ জন ডেঙ্গু রোগি। বর্তমানে ভর্তি আছেন ২৫৪জন। এছাড়া ১৩৯৯ জন রোগি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, ৩১৫ জনকে ঢাকায় রের্ফাড করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী হিসেবে শিশুসহ এ পর্যন্ত ০৭ জন ডেঙ্গু রোগির মৃত্যু ঘটনা ঘটেছে।

এই বিভাগের অন্যান্য খবর