Opu Hasnat

আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০১৯,

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু নাটোর

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল ব্যাপারি (৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে বড়াইগ্রাম পৌরশহরের ৯ নং ওয়ার্ডের ভরতপুর এলাকার দুলাল ব্যাপারির ছেলে। 

স্থানীয় পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন জানান, কাঠ ব্যবসায়ী কামাল সকালে ভরতপুরে তার নির্মানাধীন বাড়ির দেয়ালে পানি দেয়ার সময় পাশে খুলে রাখা বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।