Opu Hasnat

আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০১৯,

ঘুষসহ নৌ পরিবহনের সার্ভেয়ার সাইফুর আইন ও আদালত

ঘুষসহ নৌ পরিবহনের সার্ভেয়ার সাইফুর

ঘুষের টাকাসহ নৌ পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তার নিজ কার্যালয় থেকে দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি টিম তাকে দুই লাখসহ হাতে-নাতে আটক করে। দুদকের জনসংযোগ দপ্তর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুদক জানায়, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা সাইফুর রহমানকে আটক করতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় থেকে বিশেষ টিম গঠন করা হয়। অভিযোগকারীর কাছ থেকে জাহাজের সার্ভে সংক্রান্ত কাজ করে দেওয়ার জন্য ঘুষ হিসেবে দুই লাখ টাকা গ্রহণকালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এ বিষয়ে মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।