Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

লোহাগড়ায় ভিজিএফের চালের দাবিতে হতদরিদ্রদের মানববন্ধন নড়াইল

লোহাগড়ায় ভিজিএফের চালের দাবিতে হতদরিদ্রদের মানববন্ধন

নড়াইলের লোহাগড়ায় ভিজিএফের চালের দাবিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের হতদরিদ্র মানুষ ও ইউপি সদস্যরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৩১ আগষ্ট) দুপুরে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. রবিউল ইসলাম। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার। লিখিত বক্তব্যে রবিউল বলেন, গত ঈদুল আযহা উপলক্ষে কাশিপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের জন্য ৪১ দশমিক ৫৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। দায়িত্বপ্রাপ্ত পিআইসি বরাদ্দের প্রায় সিংহভাগ চাল উত্তোলন করলেও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরান হোসেন ৩ দশমিক ৬০০ মে.ট. চাল দিতে গড়িমসি করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এবং তদন্ত করে দোষিদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানান তারা।

এ ঘটনায় ইউনিয়নের ২৪০টি পরিবার ভিজিএফ এর চাউল হইতে বঞ্চিত হচ্ছে। সংবাদ সম্মেলনে কাশিপুর ইউপি সদস্য হাফিজুর রহমান বাকা, মো: ছলেমান শেখ, ইব্রাহিম মোল্যা, মো: শহিদুল ইসলাম, কাজি রওশন, মহিলা ইউপি সদস্য মর্জিনা খানম, বিনা রানী ভট্টাচার্য্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এড়েন্দা বাজারের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বঞ্চিত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েকশ মানুষ উপস্থিত হন।