Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

বঙ্গবন্ধুকে নিবেদিত কামাল বারি’র কবিতা শিল্প ও সাহিত্য

বঙ্গবন্ধুকে নিবেদিত কামাল বারি’র কবিতা

তোমার ফল্গুধারার হৃদয়খানি

পিতা হারানোর চোখের জল মিশে আছে
বাংলার হাজার নদীর জলে;
প্রতিটি শোকার্ত প্রাণের বিলাপধ্বনি
এখনো ভেসে আসে কানে;
সতেজ ফুলগুলো সব সেই যে মৌন হয়ে আছে!
নীল আকাশে গোধূলির লালে মিশে আছে
পিতার পবিত্র রক্তের ধারা!
সেই যে অগণিত শিশুমনে ছড়িয়ে গেছে
তাজা রক্তের রেখায় বিভীষিকা!

হায়! আজও থামেনি নির্মমতার রক্তের নেশা!
আজও রক্তের নকশায় ভেসে ওঠে 
সেই হায়েনা হাসিমুখ!
হেসে ওঠে নপুংসক কুলাঙ্গার!
আজও দুর্বৃত্তের নষ্ট চাহনি চোখ রাঙায়!

হায়! কোথাও কোনোদিন নষ্ট মুখ ভ্রষ্ট পোশাক
চাইনি তো আমরা কেউ!
তবে কেন ভাগাড় পথের ফাটল ফুঁড়ে
ভেলকি দেখায় কিম্ভুত প্রেত!

পিতা, তুমি দিয়েছো স্বাধীন পতাকা
তুমি দিয়েছো স্বাধীন ভূমি
দিয়েছো তোমার ফল্গুধারার হৃদয়খানি
তোমার বীর বাঙালি জেগে আছে, পিতা
জেগে আছে অতন্দ্র প্রেমী।

***********

অষ্টপ্রহর শুনি তোমার ডাক

আমি তো অষ্টপ্রহর অর্ঘ্য ঢালি তোমার পায়ে
কেউ দেখে না আড়াল থেকে কুহু ডাকা
দেখলে পরে ব্যাঘাত ঘটে
সেই ভয়েতে শব্দবিহীন ডাকাডাকি
আমি তো আষ্টপ্রহর তোমার সাথে মেতে থাকি

তোমার সাথে শূন্যে উড়ি পাতাল খুঁড়ি
তোমার মতোই মিশে যাই
জনমানুষের দারুণ ভীড়ে

আমি তো অষ্টপ্রহর শুনি তোমার হাক
আমি তো অষ্টপ্রহর শুনি তোমার ডাক।