Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

দামুড়হুদা গালর্স স্কুল এন্ড কলেজের ১২০০শিক্ষার্থীরা পেলো বিশুদ্ধ পানির প্লাণ্ট চুয়াডাঙ্গা

দামুড়হুদা গালর্স স্কুল এন্ড কলেজের ১২০০শিক্ষার্থীরা পেলো বিশুদ্ধ পানির প্লাণ্ট

চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষাথীরা সুপেয় পানি পানের সুযোগ পেলো। সোমবার বেলা ১১টার দিকে স্কুল এন্ড কলেজ চত্বরে পানির প্লান্ট ও স্বাস্থ্য সম্মত সংস্কারকৃত শৌচাগার উদ্বোধন করা হয়েছে। বেসরকারী সংস্থা ইম্প্যক্ট ফাউন্ডেশন সাড়ে ৮লাখ টাকা ব্যায়ে প্লান্ট  নির্মান ও স্বাস্থ্য সম্মত শৌচাগার সংস্কার করেন। 

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দ্বিপ্তীময়ী জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। নির্মিত পানির প্লান্ট থেকে প্রতিদিন ৬ হাজার লিটার আর্সেনিক ও আয়রন মুক্ত বিশুদ্ধ পানি পাওয়া যাবে। যা এক হাজার দুইশত শিক্ষাথীরা পান করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইম্প্যাক্টের প্রশাসনিক কর্মকর্তা ডা শফিউল কবির জিপু, দামুড়হুদা গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরজাহান খাতুন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, ইম্প্যক্ট ফাউন্ডেশনের ক-অডিনেশন ম্যনেজরা রফিকুল ইসলাম, গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিকসহ ইম্প্যক্ট ফাউন্ডেশন মাঠ কর্মিগণ।