Opu Hasnat

আজ ২৭ জানুয়ারী সোমবার ২০২০,

ব্রেকিং নিউজ

ফরিদপুরে আজিজ ফাইবার্স জুট মিলের পাট ক্রয়ের উদ্বোধন কৃষি সংবাদফরিদপুর

ফরিদপুরে আজিজ ফাইবার্স জুট মিলের পাট ক্রয়ের উদ্বোধন

ফরিদপুরের আজিজ ফাইবার্স জুট মিল লিমিটেড এ বছরের জন্য তিন লক্ষ মন পাট ক্রয়ের লক্ষ নিয়ে পাট ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।  

এ উপলক্ষে সোমবার দুুপুরে সদর উপজেলার শিবরামপুরে অবস্থিত মিল প্রাঙ্গনে পাট ব্যবসায়ীদের নিয়ে পাটক্রয়ের শুভ উদ্বোধন করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক অনক্ষ মোহন রায়। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মিলটির পরিচালক অমিতাভ অধিকারী, উপ-মহা ব্যবস্থাপক মোঃ আলী হোসেন সেলিম, প্রধান অর্থ কর্মকর্তা উজ্জল কুমার ধর, ম্যানেজার এক্সপোর্ট আনন্দ তরুয়া, ফরিদপুর কোতয়ালী থানা শ্রমিকলীগের সহসভাপতি জাহিদ হাসান চৌধুরী জিপ্পুসহ পাট ব্যবসায়ী, মিলটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে গত বছর মিলটিতে সর্বোচ্চ পাট বিক্রয়কারীদেরকে পুরুষ্কৃত করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক অনক্ষ মোহন রায়।  

এর আগে মিল চত্বরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় পাট ক্রয়ের উদ্বোধন উপলক্ষে।