Opu Hasnat

আজ ২১ জানুয়ারী মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার চট্টগ্রাম

চট্টগ্রামে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

কর্ণফুলীর দক্ষিণ পাড়ে শিকলবাহা খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কর্ণফুলী নদীর শাখা শিকলবাহা খালে নিখোঁজ হন স্থানীয় ৩ নম্বর সড়কের বিল্লাহ পাড়া এলাকার নজির আহমদের ছেলে মো. আবুল কাসেম (৬০)।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন অফিসার জাহেদ আলম কুতুবী জানান, অনেক খোঁজাখুঁজি করেও স্থানীয় লোকজন বৃদ্ধের খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর আগ্রাবাদ থেকে ৫ সদস্যের একটি ডুবুরি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই আমরা। ‘সিনিয়র ডুবুরি প্রণব বড়ুয়াসহ অন্য ডুবুরিরা আধঘণ্টা চেষ্টার পর বেলা ২টার দিকে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।