Opu Hasnat

আজ ২১ জানুয়ারী মঙ্গলবার ২০২০,

ফমেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে খোন্দকার মোশারফ হোসেন এমপি ফরিদপুর

ফমেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে খোন্দকার মোশারফ হোসেন এমপি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২০ জুলাই থেকে প্রচুর ডেঙ্গু রোগি ভর্তি হতে থাকে। হাসপাতালটিতে বর্তমানে ভর্তি রয়েছে ২৭৮জন রোগি। গত ২৪ ঘন্টায় নতুন ২৫ জন ডেঙ্গু রোগি ভর্তি হয়েছে। আর এ পর্যন্ত মারা গেছে শিশু সহ ০৭ জন রোগি। 

শনিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগিদের স্বচক্ষে দেখতে হাসপাতালটিতে আসেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

তিনি এসময় রোগিদের ব্যাপারে খোজঁ খবর ও তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতাল কৃর্তপক্ষকে নির্দেশ প্রদান করেন। 

এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, মেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কামদা প্রসাদ সাহা, সিভিল সার্জন ডাঃ মোহাঃ এনামুল হক প্রমুখ।  

এর আগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি হাসপাতাল ব্যবস্থপনা কমিটির এক সভায় সভাপতি হিসেবে যোগদান করেন। সেখানে তিনি সরকারের যে প্রতিশ্রুতি স্বাস্থ্যসেবায় কোন অরজকতা মেনে নেয়া হবে না সেটা তিনি ডাক্তারসহ অন্যদের মনে করিয়ে দেন। এছাড়া ডেঙ্গু রোগিদের চিকিৎসা সেবায় অধিকতর গুরুত্ব দেওয়ার কথা বলেন।