Opu Hasnat

আজ ২১ জানুয়ারী মঙ্গলবার ২০২০,

ব্রেকিং নিউজ

বাগেরহাটে গ্রেনেড হামালার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বাগেরহাট

বাগেরহাটে গ্রেনেড হামালার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামালার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে।  বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা মিছিলসহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 

পরে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বাক মোজামম্মেল হক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, যুগ্ম আহবায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াছ হোসেন দুলাল, শ্রমিকলীগ নেতা মো. জামাল শেখ ও আমজাদ ঘরাই। 

বক্তারা ২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান। আলোচনা শেষে হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।  

এই বিভাগের অন্যান্য খবর