Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ফরিদপুর

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

বর্তমানে ফরিদপুরের হাসপাতাল গুলোতে ৩৪৯জন ডেঙ্গু রোগি ভর্তি রয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৪৫জন ডেঙ্গু রোগি। এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সব চেয়ে বেশি সংখ্যক ২৬৬ জন ডেঙ্গু রোগি। আর এ সব রোগিকে চিকিৎসা দিতে গিয়ে হিমসিম খাচ্ছে চিকিৎসকসহ নার্সরা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারী হিসেবে শিশুসহ এ পর্যন্ত ০৭ জন ডেঙ্গু রোগির মৃত্যু ঘটনা ঘটেছে।  
 
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ১৪০৬ জন ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৪৫ জন ডেঙ্গু রোগি। বর্তমানে ভর্তি আছেন ৩৪৯জন। এছাড়া ৮৪৭ জন রোগি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, ২০৩ জনকে ঢাকায় রের্ফাড করা হয়েছে।