Opu Hasnat

আজ ২৯ জানুয়ারী বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

রাজবাড়ীতে ‘ডেঙ্গু দুর্যোগে দেশ’ শীর্ষক আলোচনা রাজবাড়ী

রাজবাড়ীতে ‘ডেঙ্গু দুর্যোগে দেশ’ শীর্ষক আলোচনা

রাজবাড়ীতে ‘ডেঙ্গু দুর্যোগে দেশ’ প্রতিকার, প্রতিরোধ শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধ্যা মিলনায়তনে এই আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করে রাজবাড়ী পৌরসভা।

এ সময় রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আশেক হাসান, রজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ শামীম আহসান প্রমুখ।

সভায় ডেঙ্গু ও এডিস মশার আক্রমন থেকে বাচতে নীজ নীজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহব্বান জানান বক্তারা।