Opu Hasnat

আজ ২২ নভেম্বর শুক্রবার ২০১৯,

মোরেলগঞ্জে শোকের মাসে মাসব্যাপি ফ্রি চিকিৎসা বাগেরহাট

মোরেলগঞ্জে শোকের মাসে মাসব্যাপি ফ্রি চিকিৎসা

বাগেরহাটের মোরেলগঞ্জে শোকের মাস উপলক্ষ্যে মাস ব্যাপি ফ্রি চিকিৎসা প্রদান করছে সালেহা ডায়াগনষ্টিক এন্ড হেল্থ কেয়ার। 

উপজেলার বারইখালী পুরাতন থানা রোডের এ ডায়াগনষ্টিক এন্ড হেল্থ কেয়ারে প্রতিদিন শত শত গরীব অহসায় রোগী সহ বিভিন্ন স্তরের পুরুষ-মহিলা সেবা নিচ্ছে। মেডিকেল অফিসার ডাঃ অসিম কুমার সমদ্দার, ডাঃ রাকিবুল হাসান, ডাঃ ফাতেমাতুজ জোহরা খুশবু এসব রোগীদের সেবা দিচ্ছেন। 

সালেহা ডায়াগনষ্টিক এন্ড হেল্থ কেয়ার এর পরিচালক মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসের রাজ্জাক ও ইমরান হোসেন সাগর জানান, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এ দেশের খেঁটে খাওয়া মানুষের জন্য আমরণ কাজ করেছেন। দেশের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বতর্মান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশ ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তাই এ শোকের মাস আগষ্টে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা দিতে এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এখানে আজ দেড় শতাধীক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে। আমাদের এ প্রতিষ্ঠানে আগষ্ট মাস ব্যাপি ফ্রি চিকিৎসা প্রদান করা হবে। 

এই বিভাগের অন্যান্য খবর