Opu Hasnat

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার ২০১৯,

সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারির নেতা আটক নীলফামারী

সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারির নেতা আটক

নীলফামারীর সৈয়দপুর থেকে সৈয়দা রুখসানা জামান শানু : নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারির নেতা মোহাম্মদ শামীম (৪৫) কে আটক করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। রোববার (১৮ আগস্ট) রাত ১০টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ১৫টি শোভন চেয়ার আসনের ৯টি টিকিট এবং টিকিট বিক্রির পাঁচ হাজার টাকাসহ আটক করা হয়। এসময় দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ওই ব্যক্তি স্টেশনে কুলির কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। রেলওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে এবং রাতেই কালোবাজারির দায়ে থানায় মামলা দায়ের করা হয়।

তিনি জানান, কালোবাজারির নেতা মোহাম্মদ শামীম সৈয়দপুর শহরের হাতিখানা ক্যাম্পের মৃত শফিক মিয়ার ছেলে।