Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

পাইকগাছায় টাকা লেনদেনকে কেন্দ্র করে মারপিটে আহত ১ খুলনা

পাইকগাছায় টাকা লেনদেনকে কেন্দ্র করে মারপিটে আহত ১

পাইকগাছা-কয়রার সীমান্তবর্তী এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারপিট করেছে প্রতিপক্ষরা। বুধবার রাতে চান্নিরচক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। 

ভুক্তভোগী নিখিল মন্ডল জানান, কয়রা উপজেলার চান্নিরচক গ্রামের আলেক গাজীর ছেলে মিজানুর গাজীর নিকট থেকে সে ১শ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ৮ কাঠা জমি ২০ হাজার টাকায় বন্ধক রাখে এবং বন্ধকের শর্ত অনুযায়ী নিখিল গত ২৮ চৈত্র উক্ত টাকা মিজানুরকে পরিশোধ করে। কিন্তু মিজানুরের কাছে থাকা ১শ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্প ফেরত না দিয়ে আজ-কাল করে তালবাহান করে। 

নিখিল মন্ডল আরো জানান, হঠাৎ বুধবার রাতে একই এলাকার মিজানুরের ভাড়াটে গুন্ডা মৃত কালিপদ বৈদ্যের ছেলে রবীন্দ্রনাথ বৈদ্য ফেরত না দেওয়া ঐ ১শ টাকার স্ট্যাম্প দেখিয়ে আমার কাছে মোটা অংকের টাকা দাবী করে। এ সময় আমি টাকা দিতে অস্বীকার করলে রবীন্দ্রনাথ বৈদ্য, গোসাই বৈদ্য, সুকৃতি বৈদ্য ও সৌরভ বৈদ্য আমাকে বেদম মারপিট করে। আমার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে তারা আমাকে ফেলে চলে যায়। এ ঘটনায় কয়রা থানায় অভিযোগ দায়ের হয়েছে।