Opu Hasnat

আজ ২৪ জানুয়ারী শুক্রবার ২০২০,

কিশোরগঞ্জে শতাধিক হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে শতাধিক হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে ফিসারী রোডস্থ যুব সমাজের উদ্যেগে আলোচনা সভা ও শতাধিক হতদ্ররিদ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জে ফিসারী রোডস্থ যুব সমাজের উদ্যেগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাছুম খান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করীম অমি, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির জামান, শেখ রাসেল জাতীয় পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ মুরাদ। 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদয়াল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শার্ফি পিটার, জেলা যুবলীগের নেতা চৌধুরী লিমন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কামরুল হাসান, গুরুদয়াল কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম রানা, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ৮নং ওয়ার্ড কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক  টুটুল। উক্ত অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে ছিলেন শেখ রাসেল জাতীয় পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ মুরাদ, জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান কাদির, সমন্বিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান খান রাজু, জেলা তত্ব ও প্রযুক্তি লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন।

 আলোচনা শেষে জাতির পিতা  বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্ট শাহাদাৎ বরণকারী পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জামিয়াতুল আমিনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ইলিয়াস আমিনি । পরে শতাধিক হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।

এই বিভাগের অন্যান্য খবর