Opu Hasnat

আজ ৬ আগস্ট বৃহস্পতিবার ২০২০,

১৭ আগষ্ট সুনামগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় সভায় যোগ দিবেন পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ

১৭ আগষ্ট সুনামগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় সভায় যোগ দিবেন পরিকল্পনামন্ত্রী

পরিকল্পণা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জ প্রেসকাবের একটি অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৭ আগষ্ট প্রেসক্লাবে আসছেন। ঐদিন দুপুর ২ টায় তিনি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন । 

শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম (শাহানা রব্বানী’র) বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলেিগর ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। 

সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ জানান, পরিকল্পণামন্ত্রীর আগমন উপলক্ষে যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী মন্ত্রী মহোদয় প্রেসক্লাবের উন্নয়নে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবেন। সভায় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আহবান জানান তিনি।

এই বিভাগের অন্যান্য খবর