Opu Hasnat

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার ২০১৯,

মরা যাদুকাটা নদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সুনামগঞ্জ

মরা যাদুকাটা নদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মরা যাদুকাটা নদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ  উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একপি ডুবুরি দল। 

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে সিলেট থেকে আসা ফায়ার  সার্ভিসের একটি দল মরা যাদুকাটা নদীতে তল্লাশী চালিয়ে ঐ নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিহত যুবক মোঃ সুমন মিয়া (১৭) জেলার বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর বাগগাও গ্রামের  মোঃ ইসলাম উদ্দিনের ছেলে। সে গতকাল (১৫ আগষ্ট) বসন্তপুর থেকে ছোট নৌকাযুগে মরা যাদুকাটা নদী দিয়ে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে থাকা বিদ্যুৎ এর লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় ঘটনার দিন নদীতে তল্লাশী চালিয়েও তার সন্ধান বের করতে পারেননি। পরে সিলেট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে। 

এ ব্যাপারে বিশ্বম্ভপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।