Opu Hasnat

আজ ১৬ জানুয়ারী রবিবার ২০২২,

ব্রেকিং নিউজ

ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত ময়মনসিংহ

ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

ময়মনসিংহের গৌরীপুরে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন রফিকুল ইসলাম জীবন (৪৬), স্ত্রী নাজমুন নাহার শাহিন, ছেলে নাদিম (২০), মেয়ে রন আক্তার (১৫)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের সুসং দুর্গাপুরে। গুরুতর আহত প্রাইভেটকার চালক ও এক শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত জীবনের ভাতিজা আনিসুজ্জামান জানান, তার চাচা পরিবার নিয়ে ঈশ্বরগঞ্জের কানারামপুর গ্রামে শ্বশুরবাড়িতে ঈদ করতে এসেছিলেন। আজ (১৬ আগস্ট) তারা ময়মনসিংহে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। নিহত রফিকুল ইসলাম জীবন ব্যবসায়ী। নরসিংদীতে ‘বাংলা টেক্স’ নামে তার একটি টেক্সটাইল মিল আছে।

এদিকে, বাস চালককে আটক করা যায়নি। তবে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার ও বাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি কামরুল ইসলাম।