Opu Hasnat

আজ ২৯ জানুয়ারী বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর

ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থাপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেলে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথু, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা যুবলীগের আহবায়ক এ এইচ এম ফোয়াদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ই মার্চে ভাষনের উপর প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।