Opu Hasnat

আজ ২৯ জানুয়ারী বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন রাজবাড়ী

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক,স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পন করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) । এরপর পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি শোকর‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এরআগে সকাল ৮ টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।