Opu Hasnat

আজ ২৩ নভেম্বর শনিবার ২০১৯,

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ সুনামগঞ্জ

ছাতকে দু’পক্ষের  সংঘর্ষে নিহত ১, আহত ৫

সুনামগঞ্জের ছাতক উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের  সংঘর্ষে ১ জন নিহত এবং উভয় পক্ষের আরো ৫ জন আহত হয়েছেন। নিহতের নাম দুদু মিয়া (৫২) তিনি উপজেলার মোহনপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে । তবে তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। 

বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলার খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের হাওরে নিজ জমিতে এ হত্যকান্ডের ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খরিদা সুত্রে জমির মালিক দুদু মিয়া তার দুদু মিয়া তার নিজ জমিতে চাষাবাদ করতে গেলে  প্রতিপক্ষ জমির দখলে থাকা একই গ্রামের আরশ আলী ও জয়নাল মিয়া গংরা তাদের হাতে থাকা ছুরা দিয়ে দুদু মিয়ার পেটে উপর্যূপুরি ছুরিকাঘাত করলে অধিক রক্তখননে তিনি জমিতে লুটিয়ে পড়েন। পাশের জমিতে চাষাবাদ করার সময় অন্য লোকজন এসে তাকে  উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোশাহিদ মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নয় একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে। ঘটনা স্থলে পুলিশ রয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর