Opu Hasnat

আজ ২২ আগস্ট বৃহস্পতিবার ২০১৯,

দুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা নেত্রকোনা

দুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা শিল্পকলা একাডেমি‘র আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকেলে একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন, অবসর সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সাবেক সভাপতি মাইকেল প্রদীপ বাউল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সঙ্গীত শিক্ষক সুরুজ আলী, চিত্রাঙ্কন শিক্ষক জিয়াউল হক শুভ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু একটি আদর্শ ও ইতিহাসের নাম। বঙ্গবন্ধুর জীবনাদর্শ পড়ে যারা লিখাপড়া করবে তাঁদের জীবনাদর্শ আলোকিত হবেই। উপস্থিত শিক্ষার্থীদের জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে জীবন গড়ার আহবান জানান।