Opu Hasnat

আজ ২২ সেপ্টেম্বর রবিবার ২০১৯,

জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে পুলিশের রক্তদান কর্মসূচি ফরিদপুর

জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে পুলিশের রক্তদান কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে জেলা পুলিশের আয়োজনে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। 

এ উপলক্ষে বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ লাইনস এর হল রুমে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, আতিকুল ইসলাম, ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এফএম নাসিম সহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা। 

পরে পুলিশ সুপার রক্তদান করা পুলিশের সদস্যদের মধ্যে ফুল ও খাবার তুলে দেন।