Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা

ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী

জনগণ সচেতন হওয়ার কারণে সারা দেশে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ডেঙ্গু রোগীদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, গত ২৪ ঘন্টায় (১২ আগস্ট সকাল ৮টা থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১২০০ জন, যা আগের দিন ছিলো ২০৯৩ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালে মোট ভর্তিকৃত রোগী ৭ হাজার ৫৪৭ জন, যা আগের দিন ছিলো ৮০০৬ জন।

তিনি জানান, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছে ৪০ জন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে যেভাবে ডেঙ্গু রোগী ভর্তি কমে যাচ্ছে, তার বড় কৃতিত্ব সাধারণ মানুষের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি। পাশাপাশি ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর