Opu Hasnat

আজ ২২ আগস্ট বৃহস্পতিবার ২০১৯,

যমুনায় নৌকা ডুবে ২ নারীর মৃত্যু, নিখোঁজ ৩ বগুড়া

যমুনায় নৌকা ডুবে ২ নারীর মৃত্যু, নিখোঁজ ৩

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তিন যাত্রী। 

যমুনায় নৌকা ডুবির ঘটনায় নিহতরা হলেন, জহুরা খাতুন ও আমেন খাতুন। তবে নিখোঁজ তিনজনের পরিচয় জানা যায়নি।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ৫০ থেকে ৬০জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী হয়ে কালিতলার দিকে যাচ্ছিল। এরই মধ্যে মাঝ নদীতে গিয়ে নৌকাটি ডুবে যায়। এতে যমুনার পানিতে ডুবে নৌকার দুই নারীর মৃত্যু হয়। তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন। বাকিরা নিরাপদে নদী থেকে উঠতে পেরেছেন। 

এছাড়া নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নানাভাবে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।