Opu Hasnat

আজ ২২ আগস্ট বৃহস্পতিবার ২০১৯,

ফরিদপুরে এক হাজার পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরণ ফরিদপুর

ফরিদপুরে এক হাজার পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরণ

ফরিদপুরের নদী ভাঙ্গন কবলিত অসহায় দরিদ্রদের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা বিএফএফ এর আয়োজনে আজ সকালে এ মাংস বিতরন কার্যক্রমের উদ্বোধন করে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম আলী আহসান, সমাজসেবার সহকারী পরিচালক নুরুল হুদা, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, ইসলামিক রিলিফের কর্মকর্তা মোঃ শাহরিয়ার। 

ইসলামিক রিলিফের সহযোগীতায় ফরিদপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের এক হাজার পরিবারের প্রত্যেককে দুই কেজি করে মাংস দেয়া হয়।