Opu Hasnat

আজ ১২ নভেম্বর মঙ্গলবার ২০১৯,

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুন্সিগঞ্জ

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পৃথক সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২ জন নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার বিকেলে ভাটেরচর ও দিবাগত রাতে ভবেরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় এ নিহতের ঘটনা ঘটে। 

এ প্রসঙ্গে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফিরোজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার ঈদের দিন বিকেলে ভাটেরচর এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় আবু তাহের (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

অপরদিকে, রাতে ভবেরচর এলাকায় গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। ঘাতক গাড়ি দু’টিও পালি গেছে।