Opu Hasnat

আজ ২০ অক্টোবর রবিবার ২০১৯,

বেগম খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ রাজনীতি

বেগম খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

সোমবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে কারারুদ্ধ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দেখা করতে যান তার পরিবারের ৬ সদস্য।

সাক্ষাৎ করতে যাওয়া সদস্যরা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার দুই মেয়ে, খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ এস্কান্দার এবং তাদের ছেলে। 

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির জানান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য ১৭ জনের তালিকা দেয়া হয়েছিল। তবে ছয়জন সাক্ষাতের অনুমতি পেয়েছেন। দুপুর দেড়টার দিকে পরিবারের ছয় সদস্য বিএসএমএমইউতে যান। সাক্ষাৎ শেষে বিকেল ৪টার দিকে তারা বের হয়ে আসেন।