Opu Hasnat

আজ ৪ জুন বৃহস্পতিবার ২০২০,

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আযহা উদযাপন নেত্রকোনা

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আযহা উদযাপন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিরাপত্তা, ধর্মীয় ভাব গাম্ভীর্য্য ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে যথাযোগ্য মযার্দায় পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। 

উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে মোট ৫৭টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮.৩০ মিনিটে পৌর শহরের প্রধান ঈদগাঁ মাঠে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করেন মাওলানা মো. ওয়ালিউল্লাহ্। এতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, পৌর প্রশাসন, প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।  

নামাজ শেষে মাওলানা মো. ওয়ালিউল্লাহ বাংলাদেশকে নানা রোগ ব্যাধি আক্রান্ত থেকে হেফাজত ও বিশ্বের অন্যান্য দেশে মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন দমনের জন্য সকলকে নিয়ে বিশেষ মোনাজাত করেন।