Opu Hasnat

আজ ৪ জুন বৃহস্পতিবার ২০২০,

দুধপুর গ্রামে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন বিরোধী দলীয় হুইপ সুনামগঞ্জ

দুধপুর গ্রামে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন বিরোধী দলীয় হুইপ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দুধপুর গ্রামে পল্লী বিদ্যুতায়ন কাযক্রমের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ ।

রোববার দুপুরে দুধপুর গ্রামের মাঠে পল্লীবিদ্যুৎ এর উদ্বোধন পরিবর্তী এক আলোচনা সবা অনুষ্ঠিত হয়। আবু চাঁনের সভাপতিত্বে ও ইউপি সদস্য হেনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বম্ভরপুর এলাকা পরিচালক আব্দুল মান্নান, সদর উপজেলা পল্লী বিদ্যুৎ এর এজি এম কম জসিম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি হাবিলদার মুর্শেদ, চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির  ও বিশ্বম্ভরপুর থানার এস আই পবিত্র সিনহা প্রমুখ।

সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহবলেন পল্লীবিদ্যুৎ দেওয়ার নামে কেউ অবৈধ উপায়ে টাকা চাইলে তাকে পুলিশে ধরিয়ে দিন। চলতি বছরের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হবে। বর্তমানে বিশ্বম্ভরপুর উপজেলায় শতকরা ৯০ শতাংশ এলাকা বিদ্যুতায়িত হয়েছে। 

এই বিভাগের অন্যান্য খবর