Opu Hasnat

আজ ১৬ অক্টোবর বুধবার ২০১৯,

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় নদীতে পরে কিশোর নিখোঁজ মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় নদীতে পরে কিশোর নিখোঁজ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীতে পাড়ে এক কিশোর (১৪) নিখোঁজের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে মুন্সীগঞ্জ ফায়ার সাভির্সের ডুবুরী দল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুর গামী লঞ্চ এমভি আবে জমজম পথিমধ্যে  মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রী উঠতে ঘাটে নোঙ্গর করে। এসময় একই নৌ-পথগামী অপর আরেক লঞ্চ এমভি বোগদাদীয়-৯ ঘাটে নোঙ্গর করার চেষ্টা করলে ধাক্কা লাগে আবএ জমজমের সাথে। ধাক্কায় বোগদাদীয়া লঞ্চের এক স্টাফ পানিতে পড়ে যায়। ঘটনার পর পর আইনী জটিলতা এড়াতে দুটি লঞ্চ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।  

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সাভির্সের সিনিয়র ষ্টেশন অফিসার মো: সফিউল ইসলাম জানান, ঘটনার পরপরই আমাদের ডুবুরী দল উদ্ধার অভিযানে নেমেছে। নিখোঁজ কিশোর উদ্ধার করা না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে নিখোঁজ কিশোরের নাম পরিচয় জানা যায়নি।

এই বিভাগের অন্যান্য খবর