ফরিদপুরে প্রাইভেটকার-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১ ফরিদপুর / 
ফরিদপুরের মধুখালীতে একটি প্রাইভেটকার ও মাহেন্দ্রর মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মাঝিবাড়ি ঘোপঘাট এলাকার মাঝামাঝি স্থানে ঢাকা-খুলনামহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত মাহেন্দ্রের যাত্রী তামিম মল্লিক (১০) মাগুরার নারায়নপুর গ্রামের মজিবর মল্লিকের ছেলে। আহতরা হলো আশরাফ, নজরুল, তৈয়ব ও নিহতের মা আশা।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকা থেকে মাগুড়াগামী একটি প্রাইভেটকার(ঢাকা মেট্রো গ ৩৫-৭০৮০) এবং কামারখালী থেকে মধুখালীগামী একটি তিনচাকার মাহেন্দ্র গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এক ১০ বছরের বালক ঘটনাস্থলেই নিহত ও আরো ৪জন গুরুতরো আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন।