Opu Hasnat

আজ ২১ অক্টোবর সোমবার ২০১৯,

মুগদাপাড়ায় স্কাউটদের ডেঙ্গু নিধন কার্যক্রম সংগঠনরাজধানী

মুগদাপাড়ায় স্কাউটদের ডেঙ্গু নিধন কার্যক্রম

শনিবার (১০ আগস্ট) মুগদাপাড়ায় অনুষ্ঠিত হলো ডেঙ্গু নিধন কার্যক্রম। ৯ নং আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা  সাবের হোসেন চৌধূরী, এমপির নির্দেশে অনুষ্ঠিত এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন মোশাররফ হোসেন বাহার, সাধারণ সম্পাদক, মুগদা থানা আওয়ামীলীগ। নেতৃত্ব প্রদান করেন গোলাম কিবরিয়া খান রাজা, সাধারণ সম্পাদক, ০৬ নং ওয়ার্ড, ঢাকা মহানগর দক্ষীন আওয়ামীলীগ। ডেঙ্গু নিধন কার্যক্রমে সিংক্ষিপ্ত  বর্কৃতায় গোলাম কিবরিয়া খান রাজা জানান এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন না ডেঙ্গু মশা পুরোপুরি নিধন সম্ভব না হয়।
  
উক্ত কার্যক্রমে স্কাউট সদস্যরা উত্তর মুগদাপাড়া থেকে শুরু করে উত্তর মুগদাপাড়া ঝিলপাড় পর্যন্ত এই কার্যক্রম চালায়। ডেঙ্গু মশার লার্ভা নষ্ট করে ও জমে থাকা পানি অপসারণ করে। ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ দেয়া ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করে। 

এই বিভাগের অন্যান্য খবর