Opu Hasnat

আজ ২৫ মে সোমবার ২০২০,

তানজানিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫৭ আন্তর্জাতিক

তানজানিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫৭

শনিবার (১০ আগস্ট) তানজানিয়ায় একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৬৫ জন। 

বিবিসি জানায়, শনিবার বন্দর নগরী দারুস সালামের দু’শ কিলোমিটার পশ্চিমে মোরোগোরো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

ওই বিস্ফোরণের ঘটনায় আরও ৬৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিবিসি ও ডয়েচে ভ্যালে এ খবর জানিয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পুলিশ জানায়, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কারটি উল্টে যায়, তখন অনেক লোক বিভিন্ন জার ভর্তি করে সেটির তেল সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলো আর হঠাৎ ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ট্যাংকারে আগুন জ্বলছে এবং লোকজন দগ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে। বিস্ফোরণের সময় বহু মানুষের ভিড় থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের।

সরকারের মুখপাত্র হাসান আব্বাসি টুইটারে বলেন, মরোগরোতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের খবরে আমরা মর্মাহত। ওই ঘটনায় বেশ কিছু লোক পুড়ে গেছেন।

আফ্রিকার দেশগুলোতে তেল চুরি করতে গিয়ে এ ধরনের বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা প্রায়ই ঘটে।