Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে ডেঙ্গু সনাক্তকরণ কিট আমদানী নেত্রকোনা

দুর্গাপুরে ডেঙ্গু সনাক্তকরণ কিট আমদানী

নেত্রকোনার দুর্গাপুরে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক ২লক্ষ টাকার বিশেষ বরাদ্ধের অংশ হিসেবে ডেঙ্গু শনাক্তকরণ ১শত কিট আমদানী করা হয়েছে।

এ নিয়ে শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা এ.এস.এম তানজিরুল ইসলাম রায়হান বলেন, সারাদেশে ডেঙ্গুরোগের প্রকোপ দেখা দেয়ায় সারা দেশেই উপজেলা পর্যায়ে হাসপাতাল গুলোতে সাধারণ মানুষ যাতে সহজেই ডেঙ্গু পরীক্ষা করাতে পারে সে লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিশেষ বরাদ্ধ হিসেবে ২লক্ষ টাকা করে অনুদান দেয়া হয়।  ঐ বরাদ্ধকৃত অর্থ দিয়ে জরুরী ভিত্তিতে ১শত কিট আমদানী করা হয়েছে। পরবর্তিতে চাহিদা অনুযায়ী আরো কিট ক্রয় করা হবে বলেও জানান তিনি। সারাদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা গেলেও নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এখন পর্যন্ত কোন রোগীই ডেঙ্গু আক্রান্ত শনাক্ত করা যায়নি। তবে আসন্ন ঈদকে সামনে রেখে বাহির থেকে রোগীরা নিজ এলাকায় আসলে কিছু সমস্যা দেখা দিতে পারে। তিনি সকলকে ডেঙ্গু রোগে ভয় না পেয়ে বাড়ীর চারপাশ পরিষ্কার পরিছন্ন রাখতে অনুরোধ জানান। এ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপশি বেশী করে তরল জাতীয় খাবার খাওয়ানো পরামর্শ দেন।