Opu Hasnat

আজ ২৫ আগস্ট রবিবার ২০১৯,

দামুড়হুদায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক চুয়াডাঙ্গা

দামুড়হুদায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর বারুই পাড়ার মাদক ব্যবসায়ী খোকন আলি কে (৪২) ২৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। খোকন ঐ গ্রামের নজির আহাম্মেদের ছেলে। শনিবার ভোর ৫টার দিকে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় তার অপর সহয়োগী দামুড়হুদা দশমী পাড়ার ওমর আলির ছেলে খোকন (৪০) পালিয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিতিত্বে জানতে পারে জেলার বাইরে চালানের উদ্দেশ্যে বিপুল পরিমান ফেন্সিডিল খোকনের বড়ীতে রাখা আছে। এমন সংবাদের ভিতিত্বে তার নেতৃত্বে সেকেন্ড অফিসার এস আই রফিক, এস আই কারুজ্জামান, এ এস আই মসলেমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আজ শনিবার ভোর ৫টার দিকে তার বাড়ীতে অভিযান চালিয়ে খোকন আলীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে গোয়ল ঘরে অভিযান চালিয়ে দুটি প্লাষ্টিকের বস্তায় ভরা কিছু ঘাসের ভিতর থেকে ২৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তার অপর সহয়োগি দামুড়হুদা উপজেলা সদরের স্টেডিয়াম পাড়ার ওমর আলির ছেলে জয়রামপুর শশুরবাড়ী বসবাসকারী  খোকন পালিয়ে যায়। এ ব্যাপারে দুই খোকনের নামে মাদক আইনে মামলা হয়েছে।