Opu Hasnat

আজ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ২০২০,

ফরিদপুরে আরও ৭৫ ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি ফরিদপুর

ফরিদপুরে আরও ৭৫  ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি

ফরিদপুরে প্রতিদিন ডেঙ্গু জ্বরের পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৫২৯ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩০০ জন। 

ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৫জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোগী ভর্তি হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন। 

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোহাঃ এনামুল হক জানান, গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত মোট ৫২৯ জন ভর্তি হয়েছিলেন। বর্তমানে ভর্তি আছেন ৩০০জন। এছাড়া এ পর্যন্ত ১৮৬জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ৪১ জনকে ঢাকায় স্থনান্তর করা হয়েছে এবং মারা গেছেন সরকারী হিসেবে ০২ জন।