Opu Hasnat

আজ ২৫ আগস্ট রবিবার ২০১৯,

বনপাড়ায় ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু নাটোর

বনপাড়ায় ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামের সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র সুকান্ত রোজারিও (১৯) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার সকালে ঢাকাস্থ শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার বনপাড়া ছাতিয়ানগাছা গ্রামের মৃত সুনীল রোজারিও’র একমাত্র পুত্র সন্তান। 

বনপাড়া খ্রিস্টান ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের শিক্ষক বাবলু রেনেতোস কোড়াইয়া জানান, সুকান্ত এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি গ্রহণের জন্য ঢাকায় গিয়েছিলো এবং ফার্মগেট এলাকায় আত্মীয় বাসায় অবস্থান করছিলো। গত এক সপ্তাহ যাবৎ ডেঙ্গু জ্বরে ভুগে অবশেষে তার অকাল মৃত্যু হয়। সুকান্ত তিনবোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।