Opu Hasnat

আজ ১৮ নভেম্বর সোমবার ২০১৯,

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রীসহ আহত ২ নাটোর

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রীসহ আহত ২

বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের বড়াইগ্রামের  বনপাড়া পৌর সীমান্ত সংলগ্ন গোধরা  এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী নিহত এবং আহত হয়েছে অন্তসত্ত্বা স্ত্রীসহ  ২ জন। নিহতের নাম মেহেদী হাসান (২৭)। সে যশোর জেলার শার্শা আমলাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।  স্ত্রী রোকসানা বেগম (২২) একই জেলার সাতগোগা গ্রামের হামজার আলীর মেয়ে। তাকে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে অপর মোটরসাইকেল আরোহী বাবু হোসেন (৩০) কে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একটি ঠিকাদার প্রতিষ্ঠানের ফোরম্যান হিসেবে কর্মরত। 

বনপাড়া হাইওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে গোধরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটিতে কর্মস্থল টাঙ্গাইল থেকে মেহেদী হাসান তার অন্তসত্ত্বা স্ত্রীকে নিয়ে  বাড়ি ফিরছিলেন। অপরদিকে বাবু  মেহেরপুর থেকে নাটোরের নলডাঙ্গায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ওই স্থানে এলে মেহেদীর টিভিএস ও বাবুর ডিসকাভার ব্রান্ডের  মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল দুটি থানায় নিয়ে যায়। 

এই বিভাগের অন্যান্য খবর