Opu Hasnat

আজ ১৩ জুলাই সোমবার ২০২০,

দামুড়হুদায় শক্তিশালী বোমা উদ্ধার চুয়াডাঙ্গা

দামুড়হুদায় শক্তিশালী বোমা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের একটি বাগান থেকে শক্তিশালী বোমা উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে এই বোমা উদ্ধার করে দামুড়হুদার নাটুদা পুলিশ ক্যাম্পে রাখা হয়।বুধবার বিকালে খুলনা র‌্যাবের ডিস্পোজাল টিম বোমা টি নিস্কৃয় করে। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সন্ধায় চন্দ্রবাস গ্রামের সরকত আলীর ছেলে ওয়ালিদ হোসেন সন্ধায় তাদের মেহগিনি বাগানের মধ্যে কালো কসটেপে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু দেখে স্থানীয় নাটুদা পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে রাত ১০টার দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বস্তুটি উদ্ধার করে নাটুদা ক্যাম্পের পরিত্যক্ত স্থানে রাখে। এবং খুলনা র‌্যাবের ডিস্পোজাল টিমকে সংবাদ দেওয়া হয়।

বুধবার বিকাল ৫টার দিকে খুলনা র‌্যাব -৬ এর সার্জেন্ট আজাদ হোসেনের নেতৃত্বে ৫সদস্য বিশিষ্ট ডিস্পোজাল টিম ঘটনা স্থলে পৌছে দামুড়হুদা  জীবননগর সার্কেল আবু রাসেলের উপস্থিতিতে বস্তুটি পরিক্ষা নিরিক্ষা শেষে বোমা নিশ্চিত হয়ে সেটি নি করে।