Opu Hasnat

আজ ২৫ আগস্ট রবিবার ২০১৯,

কালকিনিতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা মাদারীপুর

কালকিনিতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজী, কালকিনি থানার ওসি অপারেশন ইসতিয়াক আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম মিলন, সহ- সভাপতি মোঃ জাফরুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিরউদ্দীন ফকির লিটন, সাংগঠনিক সম্পাদক মম হারুন অর রশিদ, মোঃ আতিকুর রহমান ও এজিও প্রতিনিধিসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।

অনুষ্ঠানে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সুন্দর সুষ্ঠভাবে পালনের লক্ষে ব্যাপক আলোচনা হয়।