Opu Hasnat

আজ ২২ আগস্ট বৃহস্পতিবার ২০১৯,

বাগেরহাটে আত্মহত্যার চেষ্টাকারী সেই স্কুল ছাত্রীর মৃত্যু নারী ও শিশুবাগেরহাট

বাগেরহাটে আত্মহত্যার চেষ্টাকারী সেই স্কুল ছাত্রীর মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে বিষপানে আত্মহননের চেষ্টার ৩ দিন পর স্কুল ছাত্রী খুশি আক্তার অবশেষে মারা গেছে। খুশি আক্তার বিবি আফছার আলী মাধ্যমিক বিদ্যলয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। খুলনা মেডিকেল কলেজ হাসাপাতলে ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শনিবার বিদ্যালয় থেকে বাড়ী ফিরে খুশি আক্তার বিষপানে আত্মহননের চেষ্টা চালায়। মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরন করা হয়। 

খুশির পিতা ইলিয়াস খলিফা জানান, তার মেয়ের সাথে নবম শ্রেণির  এক ছাত্রের সাথে প্রেমঘটিত বিষয় নিয়ে ঘটনার দিন বিদ্যালয় চলাকালীন সময় শালিস বৈঠক বসে। খুশি বাড়িতে গিয়ে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। তিন দিন হাসপাতালে ভর্তি থেকে মঙ্গলবার খুশি আক্তার মারা যায়।