Opu Hasnat

আজ ১৪ ডিসেম্বর শনিবার ২০১৯,

দামুড়হুদায় স্থানীয় শহীদ দিবস পালিত চুয়াডাঙ্গা

দামুড়হুদায় স্থানীয় শহীদ দিবস পালিত

পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও স্মরণসভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরে আট শহীদ স্মৃতিকমপ্লেক্সের সামনে  জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য  ও জেলা আওয়ামীলীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস মুক্তিযুদ্ধের পাতাকা উত্তোলন করেন, কাল পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। 

এরপর আট শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ করেন। শেষে জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আট শহীদ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ৫ আগষ্ট  ছিল চুয়াডাঙ্গা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি  মর্মান্তিক ও বেদনাদায়ক স্মরণীয় দিন । ৪৮ বছর আগে ১৯৭১ সালের ৫ আগষ্ট জেলার দামুড়হুদা উপজেলার  জগন্নাথপুর গ্রামে পাক হানাদার বাহিনীর সাথে একটানা পৌণে ৩ ঘন্টা মুখোমুখী যুদ্ধ করে চুয়াডাঙ্গার একদল বীর মুক্তিযোদ্ধা । এতে শহীদ হন ৮ জন । দেশ স্বাধীনের পর আট শহীদের আত্মত্যাগকে স্মরণ করে দিবসটিকে  চুয়াডাঙ্গা জেলার স্থানীয় শহীদ দিবস হিসাবে ঘোষণা করা হয় । প্রতি বছরই স্মরণীয় এই  বেদনাময় দিনে নানান কর্মসুচীর মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি ।