Opu Hasnat

আজ ২১ অক্টোবর সোমবার ২০১৯,

চুয়াডাঙ্গায় গাছের ডাল পড়ে পথচারীর মৃত্যু চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গাছের ডাল পড়ে পথচারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে গাছের ডাল ভেঙ্গো মাথায় পড়ে মাসুম আলি নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার মোল্লাবাড়ি জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম আলি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামের ঘাটপাড়ার নুর ইসলামের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে মাসুম আলি জীবননগর মোল্লাবাড়ি এলাকায় ব্যবসায়িক কাজে যায়। কাজ শেষে দুপুরে বাড়ী ফেরার জন্য পায়ে হেটে জামতলা নামক স্থানে পৌছায়। সেখানে মাসুম আলি দাড়িয়ে থাকা অবস্থায় একটি জাম গাছের ডাল ভেঙে তার মাথার উপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়। 

জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।