Opu Hasnat

আজ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ২০২০,

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু নাটোর

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামের লক্ষীকোল গ্রামে মেহেদি হাসান (১৪) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার সকালে নিজ বাড়িতে টিন দিয়ে বেড়া দিতে গিয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয় এবং  ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সে লক্ষীকোল গ্রামের  ইমান হোসেনের ছেলে ও  বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুতের তার ছিড়ে গিয়ে টিনের সাথে লেগে টিন বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময়  টিনে স্পর্শ  লাগলে মেহেদি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাৎক্ষণিক মারা যায়।