Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

কুমিল্লায় গরুর হাটের টেন্ডার নিয়ে আ’লীগ অফিসে হামলা কুমিল্লা

কুমিল্লায় গরুর হাটের টেন্ডার নিয়ে আ’লীগ অফিসে হামলা

কুমিল্লার বরুড়ায় টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বেলা ৩ টার দিকে আওয়ামীলীগের (নজরুল গ্রুপ) অফিসে উপজেলা চেয়াম্যান সমর্থকেরা হামলা চালিয়ে ভাংচুর করে।

সূত্র জানায়, গত রবিবার ‘অস্থায়ী গবাদী পশুর হাট বরুড়া উপজেলা’ শিরোনামে দরপত্রের আহ্বান করা হয়। এই দরপত্র থানা, উপজেলা, সোনালী ব্যাংক ও কুমিল্লা ডিসি অফিসে বিক্রি করা হয়। মঙ্গলবার ছিল বিক্রির শেষ দিন। বুধবার বেলা ১ টার দিকে টেন্ডার জমার দেওয়ার শেষ সময় নির্ধারিত করা হয়।

এই সূত্র ধরে, সকাল ৯ টার দিকে বরুড়া উপজেলা চেয়ারম্যান মঈনুল ইসলামের সমর্থকরা উপজেলার ভেতর ও গেইটে অবস্থান নেয়। এসময় এমপি নজরুল গ্রুপের নেতাকর্মীদেরকে উপজেলা পরিষদে প্রবেশ করতে দেয়নি। সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চেয়ারম্যান মইনুল গ্রুপের সমর্থকেরা দেশী অস্ত্র ও লাঠি সোটা নিয়ে উপজেলা গেইটে অবস্থান নেয়। এসময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

বেলা ৩ টার দিকে মইনুল গ্রুপের প্যানেল থেকে জেলা পরিষদ সদস্য পদে নিবার্চিত সদস্য জসিম উদ্দিনের পক্ষে বিজয় মিছিল বের করে বরুড়া বাজারে প্রবেশ করেও একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তারা হঠাৎ করে এমপি নজুরুলের অফিসে হামলা চালিয়ে অফিসের জানালার কাছ ভেঙ্গে ফেলে। অফিসের সামনে থাকা প্রায় ১০/১২টি মোটর সাইকেল ভাংচুর করে এবং ৬/৭ রাউন্ড গুলি ছুঁড়ে বলে জানা যায়। এসময় ইয়াছিন নামের এক যুবলীগ নেতা আহত হয়। আহত ইয়াছিন উপজেলার আগানগর ইউনিয়নের শরাফতি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গলায় গুরুতর জখম হলে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।

এ ঘটনায় আওয়ামীলীগের (নজরুল গ্রুপ) ও মঈনুল গ্র’পর উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের মুঠোফোনে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। 

বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, দুপরের দিকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছিলো। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে। এ ঘটনায় কোন মামলা হয়নি।