Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

জীবননগরে তিনদিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন চুয়াডাঙ্গা

জীবননগরে তিনদিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গার জীবননগরে তিনদিনব্যাপি ‘উপজেলা উন্নয়ন মেলা-২০১৫’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. নুরুল হাফিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলী আজগার টগর বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করে চলেছে। বাংলাদেশ বর্মমানে নিম্ন মধ্যম আয়ের দেশ। দেশনেত্রী শেখ হাসিনার ভিশন-২১ বাস্তবায়িত হলে এশে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ভারতকে ডিজিটাল করে গড়ে তোলার ঘোষনা দিয়েছেন গতকাল । আর আমাদের প্রধানমন্ত্রী ২০০৬ ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন । বর্তমানে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে।