Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মসূচি ও ডেঙ্গু নিধন কার্যক্রমে বাংলাদেশ স্কাউটস সংগঠন

ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মসূচি ও ডেঙ্গু নিধন কার্যক্রমে বাংলাদেশ স্কাউটস

বর্তমানে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। জনসাধারনের মাঝে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য ২৬ জুলাই সকাল ১০ টায় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং কাব স্কাউট/স্কাউট ও রোভার স্কাউট লিডার এবং বিকাল ৩ টায় মিরপুর আইডিয়াল গার্লস স্কুল ও কলেজ অডিটরিয়াম, মিরপুর-১০ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান এবং কাব স্কাউট/স্কাউট ও রোভার স্কাউট লিডারদের সমন্বয়ে একটি মতবিনিময় সভার মাধ্যমে বাংলাদেশ স্কাউটস ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মসূচি ও ডেঙ্গু নিধন কার্যক্রম শুরু করে।

বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতর ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সমন্বয় কক্ষ থেকে ঢাকা শহরের মুক্ত স্কাউট দলগুলোর মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক এই কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি ওয়ার্ডে একজন ইউনিট লিডার তার দল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা নিধন ও লিফলেট বিতরণ করে জনসচেতনতা সৃস্টিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ স্কাউটস এর প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ ও উর্ধ্বতন কর্তৃপক্ষ উক্ত কার্যক্রম নিয়মিত মনিটরিং করে রিপোর্ট জাতীয় সদর দফতর এর ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সমন্বয় ডেস্কে দাখিল করছেন।  

এই বিভাগের অন্যান্য খবর